আবেদন সম্পূর্ণ করুন:
আবেদন সম্পূর্ণ করার আগে প্রার্থীদেরকে নির্ধারিত ফি বিকাশ (bKash) এর মাধ্যমে প্রদান করতে হবে।
পদ নং ০১: ৭০০/- টাকা।
পদ নং ০২–০৪: ৪০০/- টাকা।
পদ নং ০৫–১২: ৩০০/- টাকা।
Payment Type: Make Payment, +8801332518430
Reference: Applicant’s Name
তারপর আবেদন ফর্মে Transaction ID (TrxID) উল্লেখ করতে হবে।
অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনে কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।